সঠিক উত্তর হচ্ছে: প্রযোজক/নিজন্ত ধাতু
ব্যাখ্যা: মৌলিক ধাতুর সাথে \'আ\' বা \'ওয়া\' যুক্ত হয়ে ণিজন্ত বা প্রযোজন ধাতু গঠিত হয়। এটা এক ধরনের সাধিত ধাতু। যেমন- _/কর + আ =করা। \'\'যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর।\'\', এখানে \'\'হারায়\'\' হল প্রযোজক ধাতু।