সঠিক উত্তর হচ্ছে: সমাচার দর্পণ
ব্যাখ্যা: ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে হুগলির শ্রীরামপুর মিশনারির জন ক্লার্ক মার্র্শম্যানের সম্পদনায় ‘সমাচার দর্পন’ প্রকাশিত হয়। পত্রিকাটি চলে ১৮৪০ সাল পর্যন্ত। মার্শম্যান বিশেষ কিছু লিখতেন না, লিখতেন বাঙালি হিন্দু পন্ডিতেরা।