নিচের অপশন গুলা দেখুন
- শবপোড়া
- শবমড়া
- শবদাহ
- মড়াদাহ
বাংলা ভাষায় তৎসম শব্দ এবং দেশীয় শব্দের একসাথে ব্যবহার এর ফলে মাঝেমধ্যে গুরুচন্ডালী দোষ সৃষ্টি হয়। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়।
শবপোড়া-শব(তৎসম শব্দ) + পোড়া (দেশি শব্দ)
মড়া দহ- মড়া(দেশি শব্দ)+ দহ(তৎসম শব্দ)
শবদাহ-শব(তৎসম শব্দ)+ দাহ(তৎসম শব্দ)
শবমড়া- শব(তৎসম শব্দ)+ মোড়া(দেশি শব্দ)
উৎসঃ ভাষা ও শিক্ষা - ড হায়াৎ মাহমুদ। অধ্যায়-বাংলা ভাষা