সঠিক উত্তর হচ্ছে: শুক্রাণু
ব্যাখ্যা: জীব কোষ প্রধানত দুই প্রকার। যথা - (1) দেহকোষ ও (2) জনন কোষ। দেহকোষ দেহের অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠন করে। জনন কোষ যেসব জীবের যৌন প্রজনন ঘটে তাদের জনন অঙ্গে জনন কোষ তৈরি করে। যেমন - শুক্রাণু, ডিম্বাণু, পুষ্পরেণু ইত্যাদি।