সঠিক উত্তর হচ্ছে: LAN
ব্যাখ্যা: ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রকারভেদ
\n\n? ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমকে চারভাগে ভাগ করা যায়। যথা-
\n ? প্যান (PAN),
\n ? ল্যান (LAN),
\n ? ম্যান (MAN),
\n ? ওয়্যান (WAN)
\n\nPersonal Area Network কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজির ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) বলা হয়। প্যান এর ব্যাপ্তি বা সীমা সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ। মোবাইল ফোন, পিডিএ, নোটবুক, ল্যাপটপ, প্রিন্টার, মাউস, প্রজেক্টর, হ্যান্ডসেট ইত্যাদি ডিভাইস নিয়ে গঠিত কমিউনিকেশন ব্যবস্থাই হলো PAN এর উদাহরণ।
\n\nLocal Area Network সাধারণত ১০ কিলোমিটার বা তার কম এলাকার মধ্যে বেশ কিছু কম্পিউটার বা অন্য কোন পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) বলা হয়। LAN সংযোগের জন্য সংযোগকারী ডিভাইসগুলোতে ওয়াই-ফাই (Wi-Fi) প্রযুক্তি ব্যবহার করা হয়। এটি সাধারণত স্কুল-কলেজ ক্যাম্পাসে, কোন বড় অফিস বিল্ডিংয়ে অথবা কোন ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসকে অনেক ব্যবহারকারী যাতে ব্যবহার করতে পারে সেজন্য ব্যবহার করা হয়। LAN এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802।
\n\nMetropolitan Area Network একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কিছু কম্পিউটারের মধ্যে তারহীন নেটওয়ার্ক হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN)। উদাহরণ: ওয়াইম্যাক্স Worldwide প্রযুক্তি। এখানে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, মডেম বা কোন কোন ক্ষেত্রে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। MAN এর উৎকৃষ্ট উদাহরণ হলো ক্যাবল টিভি নেটওয়ার্ক।
\nWide Area Network বিস্তৃত অঞ্চলের মধ্যে তারহীন নেটওয়ার্ক হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)। এই ধরনের নেটওয়ার্ক প্রধানত বৃহৎ প্রতিষ্ঠান বা পাবলিক ইন্টারনেট অ্যাকসেস সিস্টেমে ব্যবহৃত হয়। WAN এর উৎকৃষ্ট উদাহরণ হলো ইন্টারনেট। WAN Network সাধারণত ১০০ মাইলের বেশি দূরত্ব পর্যন্ত নেটওয়ার্ক কাভারেজ করতে পারে।\n