সঠিক উত্তর হচ্ছে: মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: প্রাগৈতিহাসিক\' গল্পের রচয়িতা -মানিক বন্দ্যোপাধ্যায়।\nপ্রাগৈতিহাসিক মানুষের জৈবিক ক্ষুধার ইতিহাস। জৈবিক ক্ষুধার জন্য মানুষ যে পশুতে পরিণত হতে পারে সে কথাই বর্ণিত হয়েছে \'প্রাগৈতিহাসিক\' গ্রন্থের নানা গল্পে। জৈব প্রেরণা মানুষের আদিম প্রবৃত্তি। ভিখু ও পাঁচী জন্মগতভাবে কামনা-বাসনা ও জৈব তাড়না লাভ করেছে এবং এ প্রবৃত্তিকেই তারা আবার তাদের সন্তান-সন্ততির মাঝে সঞ্চারিত করে যাবে।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]