সঠিক উত্তর হচ্ছে: বর্জ্য ব্যবস্থাপনা
ব্যাখ্যা: বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তিই হলো- বাসেল কনভেনশন। কনভেনশনটি ২২ মার্চ, ১৯৮৯ তারিখে স্বাক্ষর করার জন্য প্রস্তাব করা হয় এবং ৫ মে ২000 তারিখে কার্যকর হয়। ফেব্রুয়ারী ২০১৮ সালের তথ্য অনুযায়ী ১৮৭টি রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই কনভেনশনটির পক্ষে স্বাক্ষর করলেও এটি অনুমোদন করে শুধুমাত্র ৫৩ টি দেশ। বাংলাদেশ বাসেল কনভেনশন অনুমোদন করেনি\n[তথ্যসূত্রঃ সংশ্লিষ্ট সংস্থা]