সঠিক উত্তর হচ্ছে: ওরাপা
ব্যাখ্যা: বেসায়ানার মাইনিং কোম্পানি ডি বিয়ার্সের তথ্য অনুসারে ওরাপা হীরা খনিকে বর্তমানে সবচেয়ে বড় উত্তোলনকারী খনি হিসেবে দেখা হচ্ছে। এখানে হীরা মজুদের পরিমাণ রয়েছে ১৫১.৪ মিলিয়ন ক্যারেট। (২১ অক্টোবর, ২০১৮ - বাংলাদেশ প্রতিদিন)\n\nকিম্বার্লি(দক্ষিণ আফ্রিকা), -আইখাল(রাশিয়া) -ওরাপা(এঙ্গোলা) -ভেনেতিয়া(দক্ষিণ আফ্রিকা) এর হিরকখনি। তথ্যসূত্রঃ www.mining-technology.com