নিচের অপশন গুলা দেখুন
- রাইফেল রোটি আওরাত
- জাহান্নাম হইতে বিদায়
- যাত্রা
- হাঙ্গর নদী গ্রেনেড
আনোয়ার পাশা (১৯২৮-১৯৭১): কবি, শিক্ষাবিদ এবং কথাসাহিত্যিক। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর প্রথম উপন্যাস রচনা করেন।
- তাঁর রচিত বিখ্যাত মুক্তিযুদ্ধের উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’। মুক্তিযুদ্ধ চলাকালে এপ্রিলে উপন্যাসটি লেখা শুরু হয় আর শেষ হয় জুনে।
যদিও উপন্যাসটি ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- \'জাহান্নাম হইতে বিদায়\' উপন্যাসটি মুক্তিযুদ্ধের সময় প্রথম প্রকাশিত উপন্যাস।
১৯৭১ সালের সেপ্টেম্বরে কলকাতা বসে লেখা মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে লেখা এক অনবদ্য সৃষ্টি উপন্যাসটি। দেশ পত্রিকার সম্পাদক শারদীয় সংখ্যায় প্রকাশের জন্য তাড়া দিয়ে উপন্যাসটি লেখান।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও কালিকলম পত্রিকা।