সঠিক উত্তর হচ্ছে: ইউরাসিল
ব্যাখ্যা: ডিএনএ অণু অনেকটা প্যাঁচানো সিঁড়ির মতো। প্যাঁচানো সিঁড়ির দুপার্শ্বের মূল কাঠামো গঠিত হয় পাঁচ কার্বনযুক্ত শর্করা ও ফসফেট দ্বারা। দু পাশের শর্করার সাথে চার ধরনের নাইট্রোজেন ক্ষারকের মধ্যে দুটি করে ক্ষারক জোড় বেঁধে তৈরি করে সিঁড়ির ধাপগুলো। ডিএনএ অণুর চার ধরনের ক্ষারক হচ্ছে- \r\n ? এডিনিন \r\n ? গুয়ানিনি \r\n ? সাইটোসিন \r\n ? থাইমিন\r\n\r\n? DNA তে পাইরিমিডিন ক্ষারক থাইমিন ((T) থাকে \r\n\r\n? RNA তে থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল (U)