সঠিক উত্তর হচ্ছে: উপপদ তৎপুরুষ
ব্যাখ্যা: যে কর্মধারয় সমাসে সাধারণ কর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের মিলন হয়, তাকে বলে উপমান কর্মধারয় সমাস। যেমন - শশকের মতো ব্যস্ত = শশব্যস্ত। সাধারণ গুণের উল্লেখ ব্যতীত উপমেয়ের সঙ্গে উপমান পদের যে সমস্যা হয়, তাকে বলে উপমিত কর্মধারায় সমাস। যেমন - কুমারী যে সমাস হয়, তাকে বলে উপমিত কর্মধারায় সমাস। যেমন - কুমারী ফুলের ন্যায় = ফুলকুমারী। বিশেষণ ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্যের বা পরপদের অর্থই প্রধান রুপে প্রতীয়মান হয়, তাকে বলা হয় কর্মধারায় সমাস। যেমন - নীল যে পদ্ম = নীল যে পদ্ম।