সঠিক উত্তর হচ্ছে: ৪৭
ব্যাখ্যা: ১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহিত হয়। এর বিষয়বস্তু ছিলো যুদ্ধাপরাধীদের বিচার। এ লক্ষে সংবিধানের ৪৭ নং অনুচ্ছেদে ৪৭ ক আরেকটি নতুন অনুচ্ছেদ এবং ৪৭ নং অনুচ্ছেদে ২ নম্বর দফার সাথে ৩ নং দফা নতুন করে সংযোজিত হয়। তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর এই সংশোধনী উত্থাপন করেন। (সূত্রঃ আইন মন্ত্রণালয়)