সঠিক উত্তর হচ্ছে: কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: \"দেখিনু সেদিন রেলে, কুলি ব\'লে এক বাবু সা\'ব তারে ঠেলে দিল নীচে ফেলে!\" পংক্তিটির রচয়িতা কাজী নজরুল ইসলাম।\n\nপংক্তি দুটি সাম্যবাদী কাব্যগ্রন্থের কুলি মজুর কবিতার অন্তর্গত। সাম্যবাদী কাব্যগ্রন্থ ১১ টি কবিতা রয়েছে। যথা- সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, চোর ডকাত, বীরাঙ্গনা, মিথ্যাবাদী, নারী, রাজা প্রজা, সাম্য এবং কুলি মজুর।\n\n[তথ্যসূত্রঃ পত্রিকা]