সঠিক উত্তর হচ্ছে: স্মৃতিসৌধ
ব্যাখ্যা: স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ।
এটি একটি কর্মধারয় সমাসের (মধ্যপদলোপী) উদাহরণ।
কর্মধারয় সমাসের আরো কয়েকটি উদাহরণ সাহিত্যসভা, তুষারশুভ্র, অরুণরাঙা, সিংহাসন ইত্যাদি।
হতশ্রী, সুশীল, খোশমেজাজ, উচ্চশির, নীলকণ্ঠ ইত্যাদি হলো সমানাধিকরণ বহুব্রীহি সমাস।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী