সঠিক উত্তর হচ্ছে: চন্দ্রাবতী
ব্যাখ্যা: - চন্দ্রাবতী কাব্যটির একমাত্র রচয়িতা কোরেশী মাগন ঠাকুর।
- এই কাব্যের একটি খন্ডিত পুঁথি পাওয়া গেছে। এটি সতের শতকে রচিত বলে ধারণা করা হয়।
- \'চন্দ্রাবতী\' কাব্যের প্রাচীন উৎস জানা যায় না; মনে করা হয় এটা কবির স্বাধীন কল্পনা।
পক্ষান্তরে
- লায়লী মজনু পারসি কবি জামির লায়লী মজনু থেকে অনুবাদ করেছেন দৌলত উজির বাহরাম খান।
- মধুমালতী হিন্দি কবি মনঝনের মধুমালতী কাব্য থেকে বাংলা অনুবাদ করেন মুহম্মদ কবীর।
- পদ্মাবতী হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সরি পদুমাবৎ কাব্য থেকে বাংলায় অনুবাদ করেন আলাওল।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।