সঠিক উত্তর হচ্ছে: আলাওল
ব্যাখ্যা: পদ্নাবতী কাব্যটি রচনা করেন মধ্যযুগের অন্যতম প্রধান কবি আলাওল। তিনি ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি। হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সী রচিত \'পদুমাবৎ\' অবলম্বনে আলাওল রচনা করেন \'পদ্নাবতী\' কাব্য। তাঁর রচিত অন্যান্য কাব্যগুলো হলো - \'সয়ফুলমুলক বদিউজ্জামাল\', \'হপ্তপয়কর\', \'তোহফা\', \'রাগতালনামা\', \'সিকান্দারনামা\'।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]