দ্বিপদ নামকরণ বলতে বোঝায় দুটি পদের সমন্বয়ে উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতি। এই পদ্ধতি অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির নাম পদ ব্যবহার করা হয়। এটি জীবের নামকরণে আন্তর্জাতিক স্বীকৃত একটি পদ্ধতি। এ ক্ষেত্রে শব্দদ্বয় (গণ ও প্রজাতি) অবশ্যই লাতিন হতে হবে।