সঠিক উত্তর হচ্ছে: অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ
ব্যাখ্যা: ? মাতঙ্গ [পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১২], হস্তী, হাতি, করী [১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন্: ১৪], দ্বিপ [বিআরডিবি এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা], বারণ, গজ, কুঞ্জর [সহকারী পরিকল্পনা কর্মকর্তা: ১২], দ্বিরদ, বৃংগল, নশ, দন্তী, রদনী, ঐরাবত, করন [পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার ক্যাশ: ১১; বাংলাদেশ কৃষি ব্যাংক সহকারী অফিসার: ০৭] প্রভৃতি সমার্থক শব্দ। অন্যদিকে হয়, ঘোটক [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩], তুরঙ্গ [১১তম প্রভাষক নিবন্ধন: ১৪], বাজী [রূপালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৩], তুরগ, তুরঙ্গম প্রভৃতি অশ্ব শব্দের সমার্থক শব্দ। সুতরাং অপশন ‘D’ এর সবগুলো শব্দ সমার্থক নয়। \r\n\r\n? রূপ, আকার, আদল, আকৃতি প্রভৃতি সমার্থক শব্দ। \r\n\r\n? আয়তন, পরিসর, পরিমাণ, পরিধি প্রভৃতি সমার্থক শব্দ। \r\n \r\n?বাঘ, শার্দূল, শের, ব্যাঘ্র প্রভৃতি সমার্থক শব্দ।