সঠিক উত্তর হচ্ছে: Register
ব্যাখ্যা: রেজিস্টার একটি কম্পিউটার মেমোরি যেটি ক্ষুদ্রতম সময়ে কোন তথ্য ও উপাত্ত গ্রহণ, ধারণ এবং প্রেরণে সক্ষম। অন্যদিকে, Cache memory এর কাজ হলো বারবার ব্যবহৃত মেমোরিকে হার্ড ড্রাইভে না রেখে র্যামে এনে রাখা। সফটওয়্যারের মাধ্যমে দ্রুততম এক্সেস করা যায় ক্যাশ মেমোরিতে। অন্যদিকে, রেজিস্টার হার্ডওয়্যারে এক্সেস টাইম প্রায় ন্যানোসেকেন্ড লেভেলে।\n[তথ্যসূত্রঃ geeksforgeeks]