সঠিক উত্তর হচ্ছে: সোমপুর বিহার
ব্যাখ্যা: নওগাঁ জেলায় বাদলগাছি উপজেলায় অবস্থিত পাহাড়পুর/ সোমপুর বৌদ্ধ বিহার হিমালয়ের দক্ষিণে অবস্থিত সর্ববৃহৎ বৌদ্ধ উপাসনালয়। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দেব প্রায় ৮০০ বছরপূর্বে এটা নির্মাণ করেন। সম্পূর্ণ কাঠামোটি ২৭ একর জমির উপর নির্মিত, এটা দক্ষিণ থেকে উত্তরে ও পূর্ব থেকে পশ্চিমে ৯২২ ফুট লম্বা। মূল মন্দির ঘিরে প্রায় ১৭৭ টি ছোট রুম আছে। এর চার পাশে ১৬ ফুট মোটা ও ১২-১৫ ফুট উঁচু পাঁচিল রয়েছে। এক কোনায় প্রাচীন এক কুয়া আছে, যা আগে পানি উঠানোর জন্য ব্যবহার করা হত। পিরামিড আকৃতির এই মন্দির স্থাপত্যে দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষত, মায়ানমার এবং জাভা থেকে প্রভাবিত। এখানে ১৯২৩ সালে খনন কাজ শুরু হয়। তার আগে পরিত্তাক্ত এই এলাকা টিলা আকৃতির ছিল বলে এটা পাহাড়পুর নামে পরিচিতি লাভ করে।