সঠিক উত্তর হচ্ছে: ক্ষুধিত পাষাণ
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর রচিত সামাজিক সমস্যা সংক্রান্ত ছোটগল্প- দেনা পাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, অনধিকার প্রবেশ, যজ্ঞেশ্বরের যজ্ঞ ইত্যাদি এবং তাঁর রচিত অতিপ্রাকৃত রসের ছোটগল্প- কঙ্কাল, নিশীথে, মনিহারা, ক্ষুধিত পাষাণ ইত্যাদি। উৎস: Hello BCS লেকচার।