নিচের অপশন গুলা দেখুন
- আবুল হোসেন
- আবুল ফজল
- মোহাম্মদ আবদুর রশিদ
- মোহাম্মদ নাসির উদ্দিন
শিখা ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
শিখা বছরে একবার প্রকাশিত হত।
শিখার পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়।
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সম্পাদক ছিলেন কাজী মোতাহার হোসেন।
প্রকাশকাল আশ্বিন ১৩৩৫ (অক্টোবর ১৯২৮) ও ১৩৩৬ (১৯২৯) সাল।
চতুর্থ ও পঞ্চম সংখ্যার সম্পাদক ছিলেন যথাক্রমে মোহাম্মদ আবদুর রশিদ ও আবুল ফজল।
প্রকাশকাল ১৩৩৭ (১৯৩০) ও ১৩৩৮ (১৯৩১) বঙ্গাব্দ।
অপরদিকে,
\'মাসিক সওগাত\' পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন।
উৎসঃ বাংলাপিডিয়া, লাইভ এমসিকিউ লেকচার।