সঠিক উত্তর হচ্ছে: দিল্লি প্রস্তাব
ব্যাখ্যা: লাহোর প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চলগুলো নিয়ে রাষ্ট্রসমূহ গঠন করার কথা বলা হয়েছিলো। যার ফলে বাঙালি মুসলমান পূর্বাংশ নিয়ে একটি স্বাধীন বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলো। কিন্তু ১৯৪৬ সালের ৯ই এপ্রিল দিল্লিতে মুসলিম লীগের দলীয় আইনসভার সদস্যদের এক কনভেনশনে নীতি-বহির্ভূতভাবে জিন্নাহ \'লাহোর প্রস্তাব\' সংশোধনের নামে ভিন্ন একটি প্রস্তাব উত্থাপন করেন। এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে একটি রাষ্ট্র গঠনের কথা বলা হয়। সুতরাং বলা যেতে পারে যে, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে নয়, ১৯৪৬ সালের এপ্রিল মাসে উত্থাপিত \'দিল্লি প্রস্তাবের\' ভিত্তিতে পাকিস্থানের জন্ম হয় (ভাইভার জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি টপিক)\n[তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যাতা - ৯ম-১০ম শ্রেণী]