ফুটবল মাঠের একপাশে নিজের গোল, ধরে নিন এটা পিছনের দিক। অন্যপাশে প্রতিপক্ষের গোল, তাহলে এইটা সামনের দিক। আর খেলা চলাকালীন এই দুইয়ের মধ্যে কোথাও একটা রয়েছে বল। পরিষ্কার?
এখন প্রথমে ধরে নিন এই বলের পিছনের দিকটা 'অন' আর সামনের দিকটা 'অফ'। মানে আপনি খেলোয়াড় হিসেবে 'অন' এর দিকে বল পাস করতে পারবেন, 'অফ'এর দিকে বল পাস করা বারণ, বল নিয়ে এগোতে হবে। যদি 'অফ' এর দিকে থাকা কাউকে বল বাড়ান, তাহলে সে অফসাইডে রয়েছে ধরা হবে, আর বিপক্ষকে ফ্রী-কিক দিয়ে দিতে হবে।