সঠিক উত্তর হচ্ছে: \'অনন্ত প্রেম\'
ব্যাখ্যা: অনন্ত প্রেম
- রবীন্দ্রনাথ ঠাকুর
\"তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার—
কত রূপ ধ’রে পরেছ গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।\"
উল্লেখ্য \'অনন্ত প্রেম\' কবিতাটি বরীন্দ্রনাথ ঠাকুরের \'মানসী\' কাব্যগ্রন্থের অন্তর্গত।
মানসী (১৮৯০) রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণায়ত যৌবনের শক্তিপরীক্ষার কাব্য।
- এই কাব্যের বিভিন্ন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবি জীবনের পরবর্তী সম্ভাবনা ও প্রবণতাগুলি প্রায় আত্মশক্তিসম্পন্ন হয়ে উঠেছে।
- প্রেম, যৌবন, সৌন্দর্য বিষয়ে তাঁর ভবিষ্যৎ ধারণাগুলো এখানেই ধীরে ধীরে বিশিষ্টতা অর্জন করেছে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমচেতনার মধ্যে বিচ্ছিন্নতা ও নেতিবাচকতার চেয়ে বরং প্রেমগত সংযোগময়তার সাধনাই বেশি অভিব্যক্ত।
উৎস: মানসী কাব্যগ্রন্থ ও বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।