সঠিক উত্তর হচ্ছে: কম্পাইলার
ব্যাখ্যা: ইন্টারপ্রেটার প্রেগ্রামকে এক লাইন এক লাইন করে অনুবাদ করে। আর কম্পাইলার সম্পূর্ণ প্রােগ্রামটিকে একসাথে অনুবাদ করে। ইন্টারপ্রেটার ধীরে কাজ করে কিন্তু কম্পাইলার দ্রুত কাজ করে। ইন্টারপ্রেটার প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে এবং ভুল পাওয়া মাত্রই কাজ বন্ধ করে দেয় । কিন্তু কম্পাইলারে সবগুলাে ভুল একসাথে প্রদর্শন করে। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে রুপান্তরিত প্রােগ্রাম পুনরায় রূপান্তরের প্রয়ােজন হয়। কম্পাইলের ক্ষেত্রে একবার কম্পাইল করার পর দ্বিতীয়বার কম্পাইল করার প্রয়ােজন হয় না। তাই ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক।