সঠিক উত্তর হচ্ছে: জনপ্রশাসন
ব্যাখ্যা: চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত হলো জনপ্রশাসন খাত।শীর্ষ বরাদ্দপ্রাপ্ত খাত সমূহ:- প্রথম : জনপ্রশাসন (১৮.৭ শতাংশ), দ্বিতীয় : শিক্ষা ও প্রযুক্তি (১৫.৭ শতাংশ), তৃতীয় : যোগাযোগ ও পরিবহন (১১.৯ শতাংশ), চতুর্থ : সুদ (১১.৪ শতাংশ) [তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট]