সঠিক উত্তর হচ্ছে: বিভিন্ন জাতি সংক্রান্ত বা সার্বজাতিক অর্থে
ব্যাখ্যা: শব্দপ্রয়োগের নিয়ম জানা থাকলে অপপ্রয়োগের হাত থেকে রেহাই পাওয়া যায়। শব্দের অপপ্রয়োগের একটি উদাহরণ হলোঃ\nআন্তর্জাতিক। যার অর্থ জাতির অন্তর্গত বা জাতির আভ্যন্তরিক বিষয়-সম্পর্কিত।\nবিভিন্ন জাতি-সংক্রান্ত বা সার্বজাতিক অর্থে “আন্তর্জাতিক” শব্দের প্রয়োগ অশুদ্ধ হলেও এটিই ব্যাপকভাবে প্রচলিত।