সঠিক উত্তর হচ্ছে: গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপজনিত রোগ
ব্যাখ্যা: গর্ভাবস্থায় মায়েদের জটিলতা ও করণীয়
\n? সমস্যার নাম : রক্তস্বল্পতা বা এনিমিয়া
\n? কারণ : আয়রন, ফলিক এসিড ও আমিষ জাতীয় খাবারের অভাবে হয়।
\n? প্রতিকার : কলা, আনারস বা আয়রন ট্যাবলেট ও ফলিক এসিড গ্রহণ করতে হয়।
\n? সমস্যার নাম : গর্ভপাত (সাত মাসের পূর্বে শিশু জন্ম হলে) এবং মৃত অথবা বিকলাঙ্গ সন্তান প্রসবের ঝুঁকি
\n? কারণ : আয়োডিনের অভাব
\n? প্রতিকার : খাবারে আয়োডিনের
(আয়োডিন সমৃদ্ধ লবণ) উপস্থিতি নিশ্চিত করতে হবে।
\n? সমস্যার নাম : রক্তপাত
\n? কারণ : ভিটামিন ‘কে’ এর অভাব
\n? প্রতিকার : ভিটামিন ‘কে’ সমৃদ্ধ খাবার খেতে হবে।
\n? সমস্যার নাম : একলামশিয়া
\n? কারণ : গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপজনিত রোগ
\n? প্রতিকার : নিয়মিত সুষম খাবার খেতে হবে। \n