সঠিক উত্তর হচ্ছে: অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা: বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক অতুলপ্রসাদ সেন। বাংলায় ঠুংরি গীতধারার প্রথম প্রচলন করেন লক্ষ্ণৌর বিশিষ্ট সঙ্গীতজ্ঞ নবাব ওয়াজেদ আলী শাহ্। \'কয়েকটি গান\' ও \'গীতিগুঞ্জ\' অতুলপ্রসাদ সেনের গানের সংকলন। উৎস: শীকর, বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।