সঠিক উত্তর হচ্ছে: রুদ্রমঙ্গল
ব্যাখ্যা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ \'রুদ্রমঙ্গল\' (১৯২৩)। তার কয়েকটি প্রবন্ধ গ্রন্থ : যুগবাণী, রাজবন্দীর জবানবন্দী, দুর্দিনের যাত্রী, ধূমকেতু। অন্যদিকে ‘অগ্নিবীণা\' তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। \'শিউলিমালা’ ও ‘ব্যথার দান\' তার গল্পগ্রন্থ। উল্লেখ্য তার প্রথম প্রকাশিত গ্রন্থ \'ব্যথার দান\'। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]