সঠিক উত্তর হচ্ছে: রোসাং
ব্যাখ্যা: মিয়ানমারের উত্তর-পশ্চিম সীমায় ও চট্টগ্রামের দক্ষিণে সমুদ্রের তীরে আরাকানের অবস্থান।আরাকানকে বাংলা সাহিত্যে ‘রোসাঙ্গ’ নামে অভিহিত করা হয়।রোসাঙ্গ রাজসভা ছিল মধ্যযুগের বাংলা সাহিত্যের উর্বর ক্ষেত্রভূমি।এ রাজসভার রাজারা হিন্দু হলেও কবিরা ছিলেন মুসলমান।\nআরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিক- দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকর।