সঠিক উত্তর হচ্ছে: 1000 বার
ব্যাখ্যা: ? রাণী মৌমাছি : রাণী মৌমাছি সবচেয়ে বড় আকৃতির। একটি রাণী মৌমাছি ১০০০ বার ডিম পাড়ে। একটি রাণী মৌমাছির আয়ুষ্কাল প্রায় ২-৩ বছর। \r\n\r\n? পুরুষ মৌমাছি : এরা মধ্যম আকৃতির। এদের চোখ বড়। এদের হুল নেই। এদের একমাত্র কাজ রাণীর সাথে মিলিত হওয়া। আয়ুষ্কাল প্রায় ১.৫০ মাস। \r\n\r\n? শ্রমিক মৌমাছি : এরা সবচেয়ে ক্ষুদ্রাকৃতির। এরা নানা দলে ভাগ হয়ে চাকের নানা কাজ (যেমন- চাক নির্মাণ করা, ফুলের মিষ্টি রস ও পরাগ রেণু সংগ্রহ করা, মধূ তৈরি করা) সম্পন্ন করে।