সঠিক উত্তর হচ্ছে: বাসর
ব্যাখ্যা: মূলত সমাসবদ্ধ পদ কিন্তু ধ্বনিগত রূপান্তরের ফলে তাদের আর চেনাই যায় না। যেমন, ভাজ থেকে ভ্রাতৃ-জায়া, ভাশুর থেকে ভ্রাতৃশ্বশুর, কুমোর থেকে কুম্ভকার, কামার থেকে কর্মকার, চামার থেকে চর্মকার, আটাসে (আটমেসে), থেকে অঘ্রান (থেকে অগ্রহায়ণ), আখড়া থেকে অক্ষবাট, বাসর থেকে বাসগৃহ, পাঁচড়া থেকে পঞ্চবট, গাঙ্গুলি (গঙ্গকুলিক) ইত্যাদি।
\n\nএই সব শব্দ মূলত সমাসবদ্ধ, কিন্তু চোখে তা ধরাই যায় না, এই রকম শব্দের সংখ্যা বাংলায় নেহাত কম না। এগুলোকে ছদ্মবেশী সমাস বলে।