সঠিক উত্তর হচ্ছে: ILO
ব্যাখ্যা: আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) জাতিসংঘের স্বীকৃতি পাওয়া প্রথম বিশেষায়িত সংস্থা। ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি ১৯১৯ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি। বর্তমান মহাপরিচালক গাই রাইডার (ব্রিটেন)। বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। (সূত্রঃ ইউএনও এবং আইএলও ওয়েবসাইট)