ব্যাখ্যা: অস্তিবাচক বাক্য: যে বাক্যে সমর্থনের মাধ্যমে কোন কিছু বর্ণনা করা হয়, তাকে অস্তিবাচক বাক্য বলে। যেমন: জায়গাটা নির্জন। এখানে জায়গাটির বর্ণনা বুঝানো হয়েছে। তাই \"জায়গাটা নির্জন \"- বাক্যটি অস্তিবাচক।\n\n
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।