সঠিক উত্তর হচ্ছে: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: \'\'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে\'\' - চমৎকার এ কথাটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন \'পালামৌ\' নামের ভ্রমণকাহিনীতে। এর মূলভাব হলো সৌন্দর্য্য সর্বত্র বিকশিত হয় না। প্রাকৃতিক নিয়মে যার যথা স্থান সেখানেই তার সৌন্দর্য ফুটে উঠে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, পৃষ্ঠা নংঃ ৫৬০ এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ, পৃষ্ঠা নংঃ ৯১৪।