সঠিক উত্তর হচ্ছে: মকরধ্বজ
ব্যাখ্যা: ? অতিশয় : অতি, অতীব, অতিমাত্রা, অধিক, অত্যন্ত, একান্ত, নিতান্ত, পরম, সাতিশয়, অত্যধিক। \r\n? অন্ধকার : আঁধার, অমা, তমসা [রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যা. সহকারী শিক্ষক: ১১], তমঃ, তিমির, তমিস্র, অমানিশা, শর্বর, আঁধিয়ার, আন্ধার\r\n? অনুশীলন : রেওয়াজ, মকশো, তালিম। \r\n? অন্নদা : পার্বতী, দুর্গা, অন্নদাত্রী, ভগবতী, অন্নপূর্ণা, শিবপত্নী, উমা, অপর্ণা, জগদম্বা। \r\n? অনঙ্গ : ফুলশর, মনোজ, পুষ্পধনু, মনসিজ, মদন, ফুলধনু, কামদেব, কন্দর্প, অতনু, মন্মথ, পঞ্চশর, স্মর, রতিপতি, মনোভব, মকরকেতু, মকরধ্বজ, মকরকেতন, মীনকেতন, মীনধ্বজ। \r\n? অন্ন : ভাত, ওদন, আহার, তণ্ডুল। \r\n? অভিনিবেশ : মনোযোগ, একাগ্রতা, প্রণিধান। \r\n? অর্বাচীন : হালের, নবীন, আধুনিক, অপ্রবীণ, অপরিণত বুদ্ধি, অপরিপক্ব, বিবেচনা শক্তিহীন \r\n? অলীক : মিথ্যা,অসত্য। \r\n? অনীক : সৈনিক, সৈন্যদল, সেনানী। \r\n? অভিরাম : মনোরম, সুন্দর। \r\n? অভিজ্ঞান : অবাধ। \r\n? অধ্যয়ন : তত্ত্বতালাশ। \r\n? অপবাদ : দুর্নাম, বদনাম, কুৎসা, নিন্দা, দোষারপ, অপযশ \r\n? অশ্ব : বাজি, ঘোড়া, হয়, তুরগ, ঘোটক, তুরঙ্গ, তুরঙ্গম, হ্রেষা।