সঠিক উত্তর হচ্ছে: নৈতিক মূল্যবোধ
ব্যাখ্যা: নীতি ও উচিত- অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধ এর উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে সেই সব আচরণ যা মানুষ সবসময় ভালো কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে। যেমন- সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায় কাজ থেকে বিরত থাকা, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা ইত্যাদি। [তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)]