নিচের অপশন গুলা দেখুন
- পল্লীসমাজ
- শেষের পরিচয়
- শেষপ্রশ্ন
- পথের দাবী
ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসটি একসময় স্বদেশী বিপ্লবীদের হাতে হাতে থাকত।
বিপ্লবী সব্যসাচীর এই উপন্যাসের প্রধান চরিত্র।
গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গে সরকার কর্তৃক নিষিদ্ধ হয়।
শরৎচন্দ্রের উল্লেখযোগ্য উপন্যাস হলো :
- পরিণীতা
- বিরাজ বৌ
- পণ্ডিত মশাই
- পল্লী সমাজ
- দেবদাস
- চরিত্রহীন
- দত্তা
- গৃহদাহ
- বামুনের মেয়ে
- দেনা পাওনা
- বিপ্রদাস
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর