সঠিক উত্তর হচ্ছে: 100-140 বার
ব্যাখ্যা: হার্ট-বিট বা পালসরেট গণনার পদ্ধতি
\nহাতের কবজিতে হাতের তিন আঙুল যেমন: অনামিকা, মধ্যমা ও তর্জনি দিয়ে চাপ দিলে হৃৎস্পন্দন প্রতি মিনিটে কতবার হয় তা অনুভব করা যায়। হাতের তিন আঙুল এমনভাবে রাখতে হবে যেন তর্জনি থাকে হৃৎপিণ্ডের দিকে, মধ্যমা মাঝখানে এবং অনামিকা হাতের আঙুলের দিকে। মধ্যমা আঙুল দিয়ে বোঝা যাবে হাতের রেডিয়াল ধমনি কত বার ধুকধুক করছে। এক মিনিটে কতোবার স্পন্দিত হচ্ছে, সেটাই হচ্ছে পালস রেট বা পালসের গতি। \nকবজিতে পালস না পাওয়া গেলে কণ্ঠনালির হৃৎস্পন্দন দেখা যেতে পারে অথবা সরাসরি বুকে কান পেতেও হার্ট সাউন্ড শোনার চেষ্টা করা যেতে পারে। \nপালসের গতি-
\n\n? ধরন→ গতি প্রতি মিনিটে
\n? স্বাভাবিক গতি→ ৬০-১০০ বার
\n? শিশুদের→ ১০০-১৪০ বার