সঠিক উত্তর হচ্ছে: সংস্কৃত ভাষা থেকে
ব্যাখ্যা: ? সমাস মানে সংক্ষেপণ [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩; ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১০;বাংলাদেশ ব্যাংক অফিসার: ০১] [বাক্যে শব্দের ব্যবহার কমানোর জন্য সমাস ব্যবহার করা হয়], মিলন, একাধিক পদের একপদীকরণ।\r\n\r\n? অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন প্রক্রিয়াকে সমাস বলে। \r\n\r\n? সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। পদের বিভক্তি লোপ পায়।\r\n\r\n? সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। [উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা : ১৫; ১১তম শিক্ষক নিবন্ধন :১৪, প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৪] তবে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্তও প্রচুর পাওয়া যায়। \r\n\r\n? সাধারণত সমাসে বিশেষ্য পদে কারক-বিভক্তি থাকে। [কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের সহকারী পরিদর্শক : ০৫]