সঠিক উত্তর হচ্ছে: উপপদ তৎপুরুষ
ব্যাখ্যা: বাক্য সংক্ষেপণ (এক কথায় প্রকাশ) ঘটে থাকলে এবং সমস্তপদের শেষে ক্রিয়াবাচক পদ যুক্ত থাকলেই সেগুলো সাধারণত উপপদ তৎপুরুষ সমাস হয়। যেমন: জলচর (জলে চরে যা), পঙ্কজ (পঙ্কে জন্মে যা), সত্যবাদী (সত্য বলে যে), ইন্দ্রজিৎ (ইন্দ্রকে জয় করেছে যে), যে নারী প্রিয় কথা বলে তাকে এক কথায় বলে(প্রিয়ংবদা)।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী, বাংলা ব্যাকরণ]