সঠিক উত্তর হচ্ছে: স্বর্ণ
ব্যাখ্যা: নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে - স্বর্ণ\nকেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অথবা মনিটারি অথোরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংক দেশের সরকারকে ঋণ প্রদানের ক্ষেত্রে একচেটিয়া স্বত্ত্বাধিকারী ব্যাংকিং প্রতিষ্ঠান।অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রদানকারীর কাছ থেকে অর্থাৎ প্রাথমিকভাবে দেশের সরকারকে প্রদত্ত ঋণের সুদ আদায় করে এবং প্রথাগতভাবে বাণিজ্যিক ব্যাংকগুলির জন্য ঋণ গ্রহণের শেষ আশ্রয়স্থল রূপে কাজ করে।\nস্বর্ণ, বৈদেশিক বিনিময়, এসডিআর এবং আইএমএফ - এ সংরক্ষিত মজুদ দ্বারা নিরূপিত বৈদেশিক মুদ্রার সঞ্চিতি ব্যবস্থাপনা।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]