সঠিক উত্তর হচ্ছে: নৌকাডুবি
ব্যাখ্যা: রমেশ, হেমনলিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাসের প্রধান চরিত্র। তাছাড়া নিখিলেস, বিমলা, সন্দ্বীপ ঘরে বাইরে উপন্যাসের চরিত্র। মহেন্দ্র, আশালতা, বিনোদিনী চোখের বালি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। অতীন, এলা, ইন্দ্রনাথ চার অধ্যায় উপন্যাসের চরিত্র। \n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]