নিচের অপশন গুলা দেখুন
- বৃত্তায়ন
- আগুনপাখি
- শিউলি
- সাবিত্রী উপাখ্যান
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত বিখ্যাত উপন্যাস \'আগুনপাখি\' (২০০৬)।
- উপন্যাসটি লেখক তার পৈতৃক নিবাস বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা ওই এলাকার মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদগামী রাজনীতি ও সাম্প্রদায়িকতার যথাযথ রূপায়ন।
- এর মধ্য দিয়েই লেখক জীবনের নেতিবাচকতা পরিহার করে ইতিবাচকতার সন্ধান করেছেন।
- উপন্যাসটির নির্দিষ্ট কোন চরিত্র নেই, তবে সব চরিত্রই বোঝা যায়। এগুলো ত্রিমাত্রিক ও দ্বন্দ্বসংকুল।
- সাবিত্রী উপাখ্যান - একই লেখকের বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে সমাজমনস্ক উপন্যাস।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।