সঠিক উত্তর হচ্ছে: কোলন
ব্যাখ্যা: একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন (:) ব্যবহৃত হয়। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন (;), সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ( - ) এবং যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস চিহ্ন ( - ) ব্যবহৃত হয়।