সঠিক উত্তর হচ্ছে: নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী, যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত, একজন বাংলাদেশী কবি। কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং ভ্রমণকাহিনী লিখেছেন ও ছবি এঁকেছেন। তার কবিতায় মূলত নারীপ্রেম, শ্রেণি-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা, এ-বিষয়সমূহ প্রকাশ পেয়েছে। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ -মুজিব-লেনিন-ইন্দিরা,প্রেমাংশুর রক্ত চাই ,না প্রেমিক না বিপ্লবী,কবিতা, অমিমাংসিত রমণী ,দীর্ঘ দিবস দীর্ঘ রজনী চৈত্রের ভালোবাসা ও বন্ধু আমার ,আনন্দ কুসুম ,বাংলার মাটি বাংলার জল ,তার আগে চাই সমাজতন্ত্র,চাষাভুষার কাব্য