সঠিক উত্তর হচ্ছে: তিতাস নদী
ব্যাখ্যা: ধীবর সমাজের নিষ্ঠুর জীবন সংগ্রামের দুঃখ-দুর্দশার সাধারন কাহিনীকে অবলম্বন করে \'তিতাস একটি নদীর নাম\' উপন্যাসটি রচনা করেন অদ্বৈত মল্লবর্মণ। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কোনো মানুষ নয় একটি নদী, নাম \'তিতাস\'। উপন্যাসে কিশোর, সুবল, অনন্ত, তিলক, বাসন্তী ও মনমালী চরিত্রের মাধ্যমে লেখক কাহিনী রূপ দিয়েছেন। উৎস: শীকর, বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।