সঠিক উত্তর হচ্ছে: প্রশ্ন - রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ গুরুদেব, কবিগুরু এবং বিশ্বকবি উপাধিতে ভূষিত হয়েছিলেন। রবীন্দ্রনাথের ৫২ টি কব্যগ্রন্থ, ৩৮ নাটক, ১৩ উপন্যাস এবং ৩৬ প্রবন্ধ এবং গদ্যের অন্যান্য সংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর পরপরই প্রকাশিত হয়েছিল।\nতাঁর সংক্ষিপ্ত গল্প ও লিরিক্স কবিতার সংকলনে যথাক্রমে মোট ৯৫ টি ছোট গল্প এবং ১৯১৫ টি গান অন্তর্ভুক্ত করা হয়েছে। রবীন্দ্রনাথের সমস্ত প্রকাশিত ও অপ্রকাশিত রচনা রবীন্দ্র রচনাবলীর নামে ৩২ খণ্ডে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের সমস্ত রচনা উনিশ খন্ডের চিঠি এবং চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে। তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনাগুলি বিশ্বের অনেক ভাষায় অনুবাদ করা হয়েছে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করার জন্য ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছিলেন।\nপ্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি শিশু কাব্যগ্রন্থ।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]